নবগঠিত নির্বাহী সংসদ ধানমন্ডি ৩২ নম্বরস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে।** ছাত্রলীগের নতুন মূখ
█▒▒▒ ব্রেকিং/Breaking ▒▒▒█
** ছাত্রলীগের নতুন সভাপতি সাদ্দাম, সাধারণ সম্পাদক শেখ ওয়ালিChannel 7
বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হৃৎপিণ্ড হিসেবে ভূমিকা রাখা সংগঠন, বাংলা ও বাঙালির ছাত্রসমাজের প্রতিটি প্রয়োজনে-সংকটে-সংগ্রামে-সম্ভাবনায় নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় নির্বাহী সংসদ গঠিত হওয়ায় বাংলার ছাত্রসমাজ ও প্রগতির পথে অগ্রসরমান প্রত্যেককে জানাই অভিনন্দন।
জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুতনয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নিরন্তর পথচলায় বাংলাদেশ ছাত্রলীগের যে ইস্পাত-দৃঢ় অঙ্গীকার তা নবগঠিত কমিটি দৃঢ়চিত্তে পুনঃর্ব্যক্ত করছে।
বাংলাদেশকে নিম্ন আয়ের দেশ থেকে ডিজিটাল ও মধ্যম আয়ের দেশে পরিণত করার পর উন্নত, আধুনিক, স্বনির্ভর ও Smart Bangladesh গড়ার লক্ষ্যে দেশরত্ন শেখ হাসিনার কর্মসূচি বাস্তবায়নে বাংলার ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ ও ক্রিয়াশীল করবার শপথ নিতে নবগঠিত নির্বাহী সংসদ ধানমন্ডি ৩২ নম্বরস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে।
উল্লেখিত সময়ে বাংলাদেশ ছাত্রলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগ ও ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে উপস্থিত থাকতে বলা হলো।
স্থান: ধানমন্ডি ৩২ নম্বরস্থ জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি
তারিখ: ২১ ডিসেম্বর, ২০২২
সময়: সকাল ১১টা
ছাত্রলীগের নতুন সভাপতি সাদ্দাম, সম্পাদক ইনান
আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের নাম ঘোষণা হয়েছে। এতে সভাপতি হয়েছেনসাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক হয়েছেন শেখ ওয়ালী আসিফ ইনান।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণসম্পাদক ওবায়দুল কাদের। ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনের ১৩ দিন পর নতুন কমিটি ঘোষণা করা হলো।
এর আগে ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের জাতীয় সম্মেলন হয়। কিন্তু সম্মেলনেছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়নি। তখন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন২৪ ডিসেম্বরের আগেই নতুন কমিটি ঘোষণা করা হবে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ছাত্রলীগের নতুন সভাপতি সাদ্দাম, সম্পাদক ইনান
Comments