রিওতে ছিনতাইয়ের কবলে তিতে






স্পোর্টস ডেস্ক



দারুণ একটি দল নিয়েও এবার কাতার বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি ব্রাজিল। বিদায় নিতে হয়েছেকোয়ার্টার ফাইনাল থেকেই। ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিদায় নিয়েছে কোচ তিতে। তবে এরপরও দুঃসময় যেন পিছুছাড়ছে না  কোচের। এবার রিও দি জেনেইরোতে ছিনতাইকারীর কবলে পড়েছেন তিনি।

বিশ্বকাপ ব্যর্থতার পর নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছেন তিতে। ক্রিসমাসের সময়টা নিজের বাড়িতে পরিবারেরসঙ্গে সময় কাটাচ্ছেন ৬১ বছরের বয়সী  কোচ। কোনো সংবাদমাধ্যমের সঙ্গেও যোগাযোগ রাখছেন না। কিন্তুতাতেও নিস্তার পেলেন না। ভোরবেলা বাড়ির সামনেই এক দুষ্কৃতির কবলে পড়ে ফের শিরোনাম হলেন তিতে।


ব্রাজিলের সংবাদমাধ্যম ' গ্লোবো' প্রতিবেদন অনুযায়ীভোরে স্ত্রীর সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন তিতে। সেই সময়বাইসাইকেলে চড়ে আসা এক ব্যক্তি তার গলার মোটা চেইন ছিঁড়ে নেন। একই সঙ্গে তার ঘাড়েও আঘাত করেন।যাওয়ার আগে নাকি বিশ্বকাপব্যর্থতার কারণে তাকে গালিগালাজও করে গেছেন।

২০১৬ সালে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর এক কোপা আমেরিকা জিতলেও এক অর্থে ব্যর্থই তিতে। সেলেসাওরাদুটি বিশ্বকাপ খেলেছেন তার অধীনে। দুই আসরেই শেষ আটে থামে তাদের যাত্রা।

Channel 7 News

Comments